ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাল নোটসহ গ্রেফতার তিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
জাল নোটসহ গ্রেফতার তিন ...

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৬৩ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলো- মো. ফোরকান (৩৫), মো. মিজানুর রহমান (২৮) ও মো. মনিরুল ইসলাম প্রকাশ রাজু দত্ত (৪১)। তারা সংঘবদ্ধ জালনোট প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (উত্তর) মো. জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে ৬৩ হাজার ৫০০ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার তিনজন সংঘবদ্ধ জালনোট প্রতারক চক্রের সদস্য। গ্রেফতার তিনজনের মধ্যে দুইজন এর আগেও জালনোটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মো. জাহেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।