চট্টগ্রাম বন্দরে ২০১৯ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে বার্থ অপারেটরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বশির আহমেদ কোম্পানি। আর দ্বিতীয় অবস্থানে এমএইচ চৌধুরী লিমিটেড।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালে বার্থ অপারেটরদের মধ্যে বশির আহমেদ কোম্পানি ১ লাখ ৪৯ হাজার ৯৭২ বক্স কন্টেইনার হ্যান্ডলিং করেছে এবং দ্বিতীয় অবস্থানে থাকা বার্থ অপারেটর এমএইচ চৌধুরী লিমিটেড হ্যান্ডলিং করেছে ১ লাখ ৪১ হাজার ৬৫২ বক্স কন্টেইনার।
২০১৮ সালেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে শীর্ষ অবস্থানে ছিল বশির আহমেদ কোম্পানি।
বার্থ অপারেটর এমএইচ চৌধুরী লিমিটেড টানা ১০ বছর ছিল শীর্ষ অবস্থানে ছিল। বশির আহমেদ কোম্পানি নতুন ব্যবস্থাপনায় যাওয়ার পর এমএইচ চৌধুরী লিমিটেডকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করে নেয়।
অন্যান্য অপারেটরের মধ্যে ফজলি অ্যান্ড সন্স তৃতীয় অবস্থানে (১ লাখ ৩৯ হাজার ৭৫২ বক্স), এ অ্যান্ড জে ট্রেডার্স চতুর্থ অবস্থানে (১ লাখ ৩৩ হাজার ৫৬৫ বক্স), এভারেস্ট এন্টারপ্রাইজ পঞ্চম অবস্থানে (১ লাখ ৩২ হাজার ৯৩০ বক্স) এবং এফকিউ খান ৬ষ্ঠ অবস্থানে (১ লাখ ২৬ হাজার ৩১০ বক্স)।
ফজলি অ্যান্ড সন্স ও এ অ্যান্ড জে ট্রেডার্স ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে অধিক সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসি/টিসি