বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের কনফারেন্স হলে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিতন হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবারের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ।
তিনি বলেন, আড়াই ঘন্টার এ সমাবেশ সার্বক্ষণিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। সমাবেশে আসা লোকজনের সুবিধার জন্য এলইডি টিভিসহ সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা থাকবে।
চসিকের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী এ সমাবেশ সফল করতে নগরবাসীকে আহ্বান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআর/টিসি