ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিটি করপোরেশনের দুর্নীতিবিরোধী সমাবেশ ৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
সিটি করপোরেশনের দুর্নীতিবিরোধী সমাবেশ ৬ ফেব্রুয়ারি বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। নগরের লালদীঘি ময়দানে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের কনফারেন্স হলে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিতন হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সভায় চসিকের কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবারের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ।

নগরের প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে ব্যানার, প্লে-কার্ড ও পেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেবেন নগরবাসী।

তিনি বলেন, আড়াই ঘন্টার এ সমাবেশ সার্বক্ষণিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। সমাবেশে আসা লোকজনের সুবিধার জন্য এলইডি টিভিসহ সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা থাকবে।

চসিকের সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী এ সমাবেশ সফল করতে নগরবাসীকে আহ্বান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।