বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে এই র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।
প্রধান অতিথির বলেন, সুন্দর ও দূষণমুক্ত শহর গড়তে সাইকেলই হতে পারে পরিবেশবান্ধব একটি যানবাহন।
বক্তব্য দেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
তিনি বলেন, দূষণমুক্ত শহর গড়তে হলে সাইকেলের প্রয়োজন রয়েছে। রিহ্যাব যেহেতু স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে কাজ করে সেজন্য মেলা উদ্বোধনের আগে এ রকম একটি কর্মসূচি পালন করছি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএম/এসি/টিসি