ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কদমতলিতে ইউসিবি ব্যাংকে চুরি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
কদমতলিতে ইউসিবি ব্যাংকে চুরি! ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) কদমতলি শাখায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ডবলমুরিং থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের টিম। তবে এখনও পর্যন্ত চুরির বিষয়ে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।

ছবি: উজ্জ্বল ধরডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে একদল লোক ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে।

তিনি বলেন, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকে ঢুকে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ব্যাংকের মূল তালা ভেঙে অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।