খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ডবলমুরিং থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের টিম। তবে এখনও পর্যন্ত চুরির বিষয়ে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে একদল লোক ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে।
তিনি বলেন, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্যাংকে ঢুকে চুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ব্যাংকের মূল তালা ভেঙে অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসকে/টিসি