ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় কারাগারে সাবেক সিভিল সার্জন সরফরাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
দুদকের মামলায় কারাগারে সাবেক সিভিল সার্জন সরফরাজ

চট্টগ্রাম: সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মামলায় আদালতে হাজির হলে শুনানী শেষে বিচারক এ রায় দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বলেন, ২০১৪ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানী শেষে জেলার সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এ মামলায় ডা. সরফরাজ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে গত সপ্তাহে তিনি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

বুধবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।

এ মামলায় ডা. সরফরাজ সহ আসামি করা হয়- ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।