ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বইমেলায় বেস্ট সেলার ‘আমি একজন সেলসম্যান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বইমেলায় বেস্ট সেলার ‘আমি একজন সেলসম্যান’ তানভীর শাহরিয়ার রিমনের ‘আমি একজন সেলসম্যান’

চট্টগ্রাম: অমর একুশে বইমেলায় চলছে জমজমাট বিক্রি। প্রতিদিনই নতুন কোনো না কোনো বই যুক্ত হয়েছে মেলায়। উন্মোচন হচ্ছে মোড়ক।

বিভিন্ন প্রকাশনী সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নন ফিকশন বইয়ের বিক্রি সবচেয়ে বেশি। প্রায় সব বয়সী পাঠকের আগ্রহ এ ধরনের বই নিয়ে।

আদর্শ প্রকাশনী থেকে বেরিয়েছে অনেকগুলো আত্মউন্নয়নমূলক বই। এর মধ্যে আইমান সাদিকের ‘লোকে কী বলবে’, মুনির হাসানের ‘ইমোশনাল মার্কেটিং’, তানভীর শাহরিয়ার রিমনের ‘আমি একজন সেলসম্যান’ উল্লেখযোগ্য।

বইমেলায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে ‘আমি একজন সেলসম্যান’ বইটি। বিশেষ করে করপোরেট পেশাজীবী, বিক্রয় কর্মীদের টার্গেট করে লেখা হলেও অনেক তরুণ উদ্যোক্তাও বইটি কিনছেন। পাশাপাশি তরুণ পাঠকদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে সেলসম্যান!

এটা কী নন ফিকশন বই? আত্মউন্নয়নমূলক বই? নাকি উপন্যাস? উত্তর দেন লেখক নিজেই। বলেন, মানুষ স্টোরি টেলিং পছন্দ করে। বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা থেকে আমরা নিত্য অনুপ্রেরণা নেই। আর সেসব থেকেই করপোরেট পেশাজীবীদের নিয়ে মূলত ইমোশনাল ইন্টেলিজেন্স এর ওপর একটু ভিন্নভাবে লিখেছি এই বই। আমি ফিকশন কিংবা নন ফিকশন কোনোটাই বলবো না, বরং বলবো এটা আমাদের জীবনের ছবি।

‘আমি একজন সেলসম্যান’ বই নিয়ে রিভিউ লিখেছেন দেশের জনপ্রিয় লেখক মুনির হাসান। তিনি লিখেছেন, বাংলাদেশের মতো দেশে সৎভাবে কোনকিছু বিক্রি করা একটি কঠিন কাজ। কারণ যেসব বিক্রয় কৌশল আমরা পাঠ্যপুস্তকে পড়ি, সেগুলোর আদর্শ অবস্থা এই সমাজে বিরাজ করে না। তাই বিক্রয় কর্মী কিংবা ব্যবস্থাপকদের দরকার মাঠের অভিজ্ঞতা সম্পর্কে জানা, সফল কৌশল সম্পর্কে অবহিত হওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্স এর প্রয়োগ ঘটানো। আর এসব নিয়েই এই বইটি।

দেশের বিক্রয় খাতের কর্মীদের জন্য বইটিতে খুবই সাবলীলভাবে আলোচনা করা হয়েছে-কেমন করে ভালো বিক্রয়কর্মী হওয়া যায়, মানবিক বিক্রয় কর্মী হওয়া যায়। দক্ষ এবং নতুন বিক্রয়কর্মীর পাশাপাশি উদ্যোক্তাদেরও এই বই অবশ্য পাঠ্য।

বইটি শুধু চট্টগ্রাম বা ঢাকা বই মেলাতেই নয়, দেশের অনলাইন বই বিক্রির সবচেয়ে বড় মার্কেট প্লেস রকমারিতে ইতোমধ্যেই বেস্টসেলার ঘোষিত হয়েছে। বিক্রয় ও বিপণন ক্যাটাগরিতে এই বইটি ৬ নাম্বার বেস্ট সেলার। পাশাপাশি বই বাজারে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ‘আমি একজন সেলসম্যান’। এক নাম্বার বেস্ট সেলার হয়েছে স্মার্টওয়ে বিডি এবং ইজি লাইফে। দূরবিনেও আছে শীর্ষে।

লেখক বলেন, আমি আনন্দিত যে- পাঠক বইটি পছন্দ করেছেন। তারা বইটি পড়ে অত্যন্ত পজিটিভ রিভিউ দিচ্ছেন। বিশেষ করে তরুণদের অন্যতম পছন্দের বই হিসাবে ‘আমি একজন সেলসম্যান’কে গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।