ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে সাড়ে ১৬ লাখ টাকার সিগারেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বিমানবন্দরে সাড়ে ১৬ লাখ টাকার সিগারেট জব্দ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সোয়া ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ার এরাবিয়ার ‘জি৯ ৫২৮’ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি কার্যক্রম জোরদার করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম।

এ সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।  

এর আগে রোববার (১ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ‘বিজি ১৪৮’ ফ্লাইটের যাত্রী ফটিকছড়ির মোহাম্মদ সেলিম উদ্দিন ও হাটহাজারীর সাইফুল ইসলাম টিপুর কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো ৪৮০ কার্টন সিগারেট। যার বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।