রোববার (০৮ মার্চ) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন তিনি।
সোলায়মান আলম শেঠ সাংবাদিকদের বলেন, কোনো চাপ থেকে নয় দলের হাইকমান্ডের কথায় এবং ব্যক্তিগত কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি।
কাকে সমর্থন দিচ্ছেন এবং কার জন্য কাজ করবেন এমন প্রশ্নে তিনি বলেন, দলের হাইকমান্ড থেকে এখনও কিছু জানানো হয়নি। তাছাড়া এটা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হলে আমরা কাউকে সমর্থন দিতাম।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান বলেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময় ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএম/এসি/টিসি