ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৫৩ প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
চসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৫৩ প্রার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ১ মেয়র প্রার্থীসহ মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫৩ জন প্রার্থী।

রোববার (৮ মার্চ) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন।

এর মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি আরও বলেন, আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, চসিক নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় শেষ হয় গত ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১ মার্চ। আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।