সোমবার (১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রাম করোনার কিট আনার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে আনার পরিকল্পনা রয়েছে। তবে এখনও এটি নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে হাম রুবেলা বিষয়ে ব্রিফিং করা হয়। এ সময় জানানো হয় ১৪ উপজেলার মোট ২১ লাখ ২৪ হাজার ৬৫০ শিশুকে মোট ৫ হাজার ১৭৯টি কেন্দ্রের মাধ্যমে হাম রুবেলা রোগের টিকা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএম/টিসি