বুধবার (১৮ মার্চ) নগরের পূর্ব মাদার বাড়ী, আলকরণ ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গণসংযোগ শেষে পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, বিশাল জনগোষ্ঠী, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখর আমাদের চট্টগ্রাম নগরে নানামুখী সমস্যা রয়েছে।
তিনি বলেন, নাগরিক স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি আন্দোলন সংগ্রাম করেছি।
‘মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নৈরাজ্যের বিরুদ্ধে আমার কন্ঠ সব সময় সোচ্চার ছিল, আছে, থাকবে। ’
রেজাউল বলেন, অনেকেই বলে থাকেন, নগরের জলাবদ্ধতা ও মশক নিয়ন্ত্রণ অসম্ভব। সঠিক পরিকল্পনা, নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে যেকোনো কল্যাণ কাজ করা সম্ভব।
তিনি বলেন, বিএনপি জামায়াত সব সময় নেতিবাচক কথা বলেছে। তারা পদ্মাসেতু নির্মাণে অনেক বিরোধিতা করেছিল। দেশে বিদেশে ষড়যন্ত্র করে বিশ্ব ব্যাংকের তহবিল বন্ধ করে দিয়েছিল। কিন্তু পারেনি।
গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা মো. ফারুক, শফিক আদনান, জামশেদুল আলম চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমআর/এসকে/টিসি