ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোপাদিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পোপাদিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন পোপাদিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন।

চট্টগ্রাম: বোয়ালখালীর পোপাদিয়া মুজিববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও তবরুক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় বাদাম তল মোড়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান এস এম জহিরুল আলম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি মো. নুরুল হুদা।

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আবদুস ছোবাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত বিশ্বাস বাপ্পী, অরুণ চৌধুরী, হামিদুল হক, শেখ মোজাফফর, হাজী আমির হোছেন, মেয়র সাইফু, আনোয়ার, ইদ্রিস, শামসুল আবেদীন তারেক, সরফরাজ রিমন, নাজু আহমদ পাভেল, দিদারুল আলম দিদার, মারুফ এলাহী রুকন, সায়েম কবীর, তুষার নন্দী ফুলু, বিটু মিত্র, নুর মোহাম্মদ, নাসিম চৌধুরী, অমরনাথ নন্দী, আব্দুস সাত্তার, খালেদ মাসুদ, সাগর চৌধুরী, সান্তু চৌধুরী, পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুল হক শুভ, মোকতার হোসেন মানিক, আলি আকবর, পেয়ারু, ইয়াছিন, সালাউদ্দিন, সাইফু, রফিক, ইয়াকুব বক্কর, গৌতম, ইরফান, জাভেদ, শওকত, রাজু নয়ন, জিসান, আমিন, রহিম, শাকিব, আরমান, জয়নাল, মাহবুব, তালেব, আবুল হাসেম, ওসমান, মনসুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।