শনিবার (৪ এপ্রিল) দুই শিফটে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তাদের সহায়তা করেন সেনাবাহিনী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
অভিযানে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ কঠোরভাবে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অযথা ঘরের বাইরে এসে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে চলাচল নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করেন।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অযথা বাইরে ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, অলি-গলিসহ বিভিন্ন স্থানে আড্ডাবাজি বসানো, বিনা প্রয়োজনে গাড়ি-মোটরসাইকেল যাতায়াত করায় ৬৫টি মামলায় মোট ৯৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম।
তিনি বাংলানিউজকে জানান, করোনার এই সময়ে লোকজনকে ঘরে রাখতে সব ধরণের উদ্যোগ নিয়েছি আমরা। যারা সরকারি নির্দেশনা না মেনে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের জরিমানা করা হচ্ছে।
জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের এ অভিযান রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমআর/টিসি