ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: নগরজুড়ে সাঁড়াশি অভিযান, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
করোনা: নগরজুড়ে সাঁড়াশি অভিযান, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে লোকজনকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম নগরের সড়ক ও অলি-গলিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুই শিফটে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তাদের সহায়তা করেন সেনাবাহিনী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

 

অভিযানে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ কঠোরভাবে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অযথা ঘরের বাইরে এসে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে চলাচল নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করেন।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অযথা বাইরে ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, অলি-গলিসহ বিভিন্ন স্থানে আড্ডাবাজি বসানো, বিনা প্রয়োজনে গাড়ি-মোটরসাইকেল যাতায়াত করায় ৬৫টি মামলায় মোট ৯৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম।

তিনি বাংলানিউজকে জানান, করোনার এই সময়ে লোকজনকে ঘরে রাখতে সব ধরণের উদ্যোগ নিয়েছি আমরা। যারা সরকারি নির্দেশনা না মেনে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের জরিমানা করা হচ্ছে।

জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের এ অভিযান রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।