ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা মোকাবিলায় চবিতে ‘ইমারজেন্সি রেসপন্স টিম'

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনা মোকাবিলায় চবিতে ‘ইমারজেন্সি রেসপন্স টিম' বক্তব্য দেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান। ছবিঃ বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি 'ইমারজেন্সি রেসপন্স টিম' গঠণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

সভায় কমিটির সদস্যরা বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় তাদের মতামত তুলে ধরেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কমিটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসানকে কমিটির আহ্বায়ক ও চবি চীফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় কমিটির কর্মপরিধি নির্ধারণ, দুর্যোগকালীন কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশকিছু সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।