ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মসজিদে মুসল্লি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
মসজিদে মুসল্লি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি মসজিদে মুসল্লি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি।

চট্টগ্রামঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাত উপলক্ষে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ এবং মাজারে মুসল্লিদের আগমন নিয়ন্ত্রণ করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ, আমানত শাহ’র (রা.) মাজার, গরীবুল্লাহ শাহ’র (রা.) মাজার, শাহ সূফী সৈয়দ বদনা শাহ মিয়া’র (রা.) মাজারসহ খুলশী, লালখান বাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, চকবাজার, নাসিরাবাদ এলাকার মসজিদগুলো পরিদর্শন করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন পূর্ব ঘোষণা দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদতসহ সব নামাজ ধর্মপ্রাণ মসল্লিদের ঘরে বসে আদায়ের নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে আমরা বিভিন্ন মসজিদ, মাজারে গিয়েছি।

মুসল্লিরা যাতে সেখানে ভিড় না করেন- সেটি নিশ্চিত করেছি।

রাতে চান্দগাঁওয়ে অভিযানে গিয়ে ভবনের ছাদে আশপাশের কয়েকটি ভবনের লোকজনের জামায়াতে নামাজ আদায়ের চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নামাজ পড়তে আসা মুসল্লিদের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখার গুরত্ব নিয়ে সচেতন করা হয়।

এর আগে বিকেলে খুলশী এলাকায় অভিযান পরিচালনার সময় জালালাবাদ হাউজিং সোসাইটির মসজিদে মুসল্লিদের নিয়ে আসরের নামাজ আদায়ের চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। করোনার এই সময়ে সরকারি নির্দেশনা মেনে মসজিদে ফের জামায়াতে নামাজ আদায় না করতে মুসল্লি, ইমাম এবং মসজিদ কমিটিকে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সেনাবাহিনী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।  

বাংলাদেশ সময়ঃ ২২২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।