ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোস্তফা-হাকিমের উদ্যোগে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
মোস্তফা-হাকিমের উদ্যোগে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ মোস্তফা-হাকিমের উদ্যোগে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম: মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ৫০ হাজার অসহায় মানুষকে ইফতার  ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ১৬টি থানায় এক হাজার প্যাকেট সেহেরির খাবার,  ৬ শত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মোস্তফা হাকিমের এ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে।

এছাড়া মানব সেবায় নিয়োজিত পুলিশ সদস্য ও পথচারী রোজাদারদের জন্য ৬ শত প্যাকেট ইফতার ১০টি পুলিশ বক্সে প্রতিদিন বিতরণ করা হয়।

২৫ বৎসর ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ নগরীর ৪১টি ওয়ার্ডে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করে আসছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।