ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আরএনবি সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ২, ২০২০
আরএনবি সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম: রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যকে পিটিয়ে জখম করার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামির নাম- সাখাওয়াত হোসেন শান্ত। সে নগরের একটি ক্লিনিকে চাকরি করে বলে রেলওয়ে পুলিশকে জানিয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) খুলশীর অ্যাক্সিয়েন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজ ভুইয়া বাংলানিউজকে জানান, আড্ডা দিতে নিষেধ করায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পাহাড়তলী স্টেশনে দুর্বৃত্তদের হামলার শিকার হন স্টেশনের দায়িত্বরত সিপাহী মো. হাফিজুর রহমান।

এ ঘটনায় মামলা দায়ের করার পর ভিডিও ফুটেজ দেখে অভিযান চালানো হয়।

তিনি জানান, হামলায় জড়িত আসামি অ্যাক্সিয়েন কলোনির বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন শান্তকে গ্রেফতার করা হয়েছে। আসামি শান্ত হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

হামলার শিকার সিপাহী হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাহাড়তলী রেলওয়ে স্টেশনের টহলের দায়িত্বে ছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনে আড্ডা দিচ্ছিলেন ৪ থেকে ৫ জনের একদল যুবক। এসময় আড্ডা দিতে নিষেধ করলে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ১০ থেকে ১৫ জনের একদল যুবক এসে তাকে মারধর করে। এ ঘটনায় মো. শাহিন, মো. আনোয়ার হোসেন, বিশাল ও সোহাগ সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০২, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।