ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাপাতি-ইয়াবাসহ চবির ২ কর্মচারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ৪, ২০২০
চাপাতি-ইয়াবাসহ চবির ২ কর্মচারী আটক প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ও ২টি চাপাতিসহ বিশ্ববিদ্যালয়ের ২ কর্মচারী ও ১ দোকানীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশের পাহাড়ে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ৩ জন হলেন- চবি প্রকৌশল দফতরের চেইনম্যান মহিউদ্দিন (২৬), শারীরিক শিক্ষা বিভাগের অফিস সহকারী মঈনুল হক হাসান (৪২) ও কেন্দ্রীয় মাঠ সংলগ্ন দোকানদার নাছির (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, দুপুর ২টা থেকে পুলিশের সহায়তায় এ অভিযান শুরু করা হয়।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের ২ জন কর্মচারী ও ১ দোকানিকে ৪৪ পিস ইয়াবা ও ২টি চাপাতিসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আপাতত থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০৪, ২০২০
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।