ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সব বগিতে পণ্য নিয়ে জামালপুর গেলো পার্সেল ট্রেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ৭, ২০২০
সব বগিতে পণ্য নিয়ে জামালপুর গেলো পার্সেল ট্রেন ফাইল ছবি

চট্টগ্রাম: ৫টি বগির মধ্যে ৫টিতেই মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর গেলো পার্সেল ট্রেন। এ পর্যন্ত পার্সেল ট্রেনে পণ্য পরিবহনে এটিই সর্বোচ্চ।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, আজ ৫টি বগির মধ্যে ৫টিতেই পণ্য ছিলো। জুতা, বাঁশ, টায়ারসহ বিভিন্ন মালামাল গেছে ট্রেনটিতে।

পথের কয়েকটি স্টেশন থেকেও এই পার্সেল ট্রেনে পণ্য ওঠবে বলে জানান তিনি।

এর আগে গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করে।

কিন্তু ট্রেনে পণ্য না ওঠায় ক্ষতির মুখে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।

পরে চট্টগ্রাম থেকে জামালপুর রুটে পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ০৭, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।