ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইসরাইলি পণ্য বিক্রি করবে না বনফুল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ইসরাইলি পণ্য বিক্রি করবে না বনফুল 

চট্টগ্রাম: ফিলিস্তিনে ইসরাইলের মানবতা বিবর্জিত কর্মকাণ্ডের প্রতিবাদে ইসরাইলি পণ্য বিক্রি-মজুদ না করার সিদ্ধান্ত নিয়েছেন বেকারি ও মিষ্টিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানি।  

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলম।

পরিবেশকদের পাঠানো বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনাদের অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে, ইসরাইল কর্তৃক ফিলিস্তিানে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড এবং নিরীহ সাধারণ জনগণ, শিশুদের উপর নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) থেকে কোকাকোলা, পেপসিসহ সকল প্রকার ইসরাইলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন, বিক্রয় ও মজুদকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা,এপ্রিল ৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।