ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ঈদের সেমাই, জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ১২, ২০২০
নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ঈদের সেমাই, জরিমানা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের তদার‌কিমূলক অ‌ভিযান।

চট্টগ্রাম: নোংরা পরিবেশে ঈদের সেমাই তৈরি, শুকানো ও সংরক্ষণের দায়ে নগরের বেশ কয়েকটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর। 

বাক‌লিয়া থানাধীন রাজাখালী এলাকার র‌ফিক ফুড প্রোডাক্টসকে নোংরা জায়গায় সেমাই উৎপাদন করায় ২০ হাজার, লাকী সেমাই মিলকে নোংরা পা‌নি ব‌্যবহার ও নোংরা প‌রি‌বে‌শে সেমাই শুকা‌তে দেওয়ায় ২৫ হাজার, মনসুর সেমাই ফ্যাক্টরিকে ‌সেমাই‌য়ের সঙ্গে শ্রমি‌কের জামা-কাপড় শুকা‌তে দেওয়ায় ৬ হাজার টাকা জ‌রিমানাসহ এসব সেমাই ধ্বংস করা হয়। একই এলাকার সা‌নোয়ারা সেমাই ফ‌্যাক্ট‌রি‌কে নোংরা প‌রি‌বে‌শের জন‌্য ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় প‌রিচা‌লিত এ অভিযানে অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্ব দেন।

অভিযানে বাকলিয়ার তোফাজ্জল হো‌সেন সওদাগ‌রের মু‌ড়ি ফ‌্যাক্ট‌রি‌কে উৎপা‌দিত মু‌ড়ি নোংরা মে‌ঝে‌তে রে‌খে প্রক্রিয়াজাত করায় ২০ হাজার টাকা জ‌রিমানাসহ স্টি‌লের ট্রে তৈ‌রি করে মু‌ড়ি সংরক্ষ‌ণের নি‌র্দেশনা দেওয়া হয়।

শেখ মু‌জিব রোডের চৌমুহনী এলাকার আদনান ফা‌র্মেসি‌কে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন ওষুধ রাখায় ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত ওষুধ ধ্বংস করা হয়। একই এলাকার স্টার ফ‌া‌র্মেসি‌কে বে‌শি দা‌মে হে‌ক্সিসল, স‌্যা‌নিটাইজার বিক্রির চেষ্টা করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ এমআর‌পি‌তে (ওষু‌ধের মোড়‌ক ছাপানো মূ‌ল্যে) বিক্রি কর‌তে বলা হয়।

ই‌পি‌জেড থানার নিউমু‌রিং এলাকার হো‌সেন স্টোর‌কে নিত‌্যপ‌ণ্যের মূল‌্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার, ভাই ভাই স্টোর‌কে একই অপরা‌ধে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসএমএস ফা‌র্মেসি‌কে মেয়াদবিহীন কাটা ওষুধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জ‌রিমানাসহ ব‌র্ণিত ওষুধ ধ্বংস করা হয়।

অভিযানকালে হ্যান্ডমাইকে কোনো বি‌ক্রেতা য‌দি বেশি দামে পণ‌্য বা ওষুধ বিক্রি ক‌রে বা বিক্রির প্রস্তাব ক‌রে ত‌বে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের হটলাইন নম্ব‌রে (১৬১২১) অ‌ভি‌যোগ জানা‌তে বা তথ‌্য দি‌তে অনু‌রোধ জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১২, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।