ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় ছাত্রীর মৃত্যু, সুস্থ হয়ে ফিরলেন পুলিশসহ ৪ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১৪, ২০২০
করোনায় ছাত্রীর মৃত্যু, সুস্থ হয়ে ফিরলেন পুলিশসহ ৪ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্য সহ ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এসব তথ্য জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

তিনি বাংলানিউজকে বলেন, বুধবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ বছর বয়সী একজন মৃত্যুবরণ করেছেন।

তার আগে থেকে ব্লাড ক্যান্সার ছিলো।

বৃহস্পতিবার পুলিশ সদস্য সহ ৪ জনকে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান ডা. আব্দুর রব মাসুম।

সংশ্লিষ্টরা জানান, বুধবার রাতে মৃত্যুবরণ করা ওই ছাত্রী পতেঙ্গা সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী। ব্লাড ক্যান্সারে আক্রান্ত থাকায় বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷

গত ৫ মে করোনা শনাক্ত হওয়ার পর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৫১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৪, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।