বৃহস্পতিবার (১৪ মে) দেওয়া ওই স্ট্যাটাসে আনিসুজ্জামানের সঙ্গে সম্পর্কের ৬০ বছরের স্মৃতি তুলে ধরেন অনুপম সেন।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘জাতীয় অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান স্যারকে জানাই গভীর শ্রদ্ধা।
‘১৯৬৯ সালের নভেম্বর মাসে আমরা দু'জনেই চলে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে। এরপর দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় আমরা সহকর্মী ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে। এই কালে বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামে আমরা একসঙ্গে কাজ করেছি। পঁচাত্তর পরবর্তী কালে জাতির জীবনে যে সাম্প্রদায়িক অমানিশা নেমে এসেছিলো সেই অন্ধকার দূর করতে আমরা একসঙ্গে কাজ করেছি। ’
‘তিনি এক মহান ব্যক্তিত্ব, পান্ডিত্যের ক্ষেত্রে, দেশপ্রেমের ক্ষেত্রে। তিনি বহুদিন মানুষের অন্তরে শ্রদ্ধার আসনে থাকবেন, বেচেঁ থাকবেন। আমি স্যারের আত্মার শান্তি কামনা করি। ’
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ১৪, ২০২০
জেইউ/এমআর/টিসি