ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিল্ড হাসপাতালে রেজাউল করিমের এসি উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
ফিল্ড হাসপাতালে রেজাউল করিমের এসি উপহার ফিল্ড হাসপাতালে রেজাউল করিমের এসি উপহার

চট্টগ্রাম: চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে এয়ার ক‌ন্ডিশনার (এসি) উপহার দিয়েছেন চসিক মেয়র পদপ্রার্থী, মহানগর আওয়ামী লী‌গের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

শনিবার (১৬ মে) হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এসি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু আরিফ, সহ-সম্পাদক এম হাসান আলী প্রমুখ।

রেজাউল করিম বলেন, এই করোনা ভাইরাস মহামারির মধ্যে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন; করোনা আক্রান্ত হওয়ার ভয় ভুলে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন- তাদের পাশে দাঁড়াতে এটা আমার ক্ষুদ্র চেষ্টা। প্রত্যেক মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই যোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে।

তারা এই যুদ্ধে টিকে থাকতে পারলে আমরা মুক্ত হবো করোনা মহামারি থেকে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।