শনিবার (১৬ মে) হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এসি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু আরিফ, সহ-সম্পাদক এম হাসান আলী প্রমুখ।
রেজাউল করিম বলেন, এই করোনা ভাইরাস মহামারির মধ্যে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন; করোনা আক্রান্ত হওয়ার ভয় ভুলে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন- তাদের পাশে দাঁড়াতে এটা আমার ক্ষুদ্র চেষ্টা। প্রত্যেক মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই যোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
জেইউ/টিসি