ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাতুনগঞ্জ-চাক্তাইয়ে নমুনা সংগ্রহ বুথ বসানোর ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ১১, ২০২০
খাতুনগঞ্জ-চাক্তাইয়ে নমুনা সংগ্রহ বুথ বসানোর ঘোষণা প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের খাতুনগঞ্জ, চাক্তাই ও আছাদগঞ্জের ব্যবসা কেন্দ্রগুলো জনবহুল ও ঝুঁকিপূর্ণ অঞ্চল হওয়ায় সেখানে করোনা পরীক্ষার নমুনা বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, লকডাউনের মধ্যেও এখানে যথেষ্ট লোকসমাগম ঘটে বিধায় করোনা বিস্তারের আশঙ্কা প্রবল। এই আশঙ্কা নিরসনে ঐ অঞ্চলের ব্যবসায়ী, ভোগ্যপণ্য ক্রেতা বিক্রেতার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্মিত লাইব্রেরি ভবনে অচিরেই করোনা শনাক্তের নমুনা সংগ্রহের টেস্টিং বুথ স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হবে।

চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রমণ প্রাদুর্ভাবের ক্রমবিস্তার মোকাবিলায় নগরের বিভিন্ন পয়েন্টে ব্র্যাকের সহায়তায় চসিক ইতোমধ্যে ৫টি টেস্টিং বুথ স্থাপন করেছে। এসব বুথে নমুনা সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে টেস্টিং রিপোর্ট প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাস্তব পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে শিগগির আরও টেস্টিং বুথ খোলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মেয়র বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিস্তারে নগরের কোতোয়ালী থানাসহ অন্যান্য এলাকার চিত্র উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিজস্ব ও সমন্বিত উদ্যোগে করোনা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ একের পর এক বাস্তবায়ন করে চলেছে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জুন ১১, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।