শনিবার (১৩ জুন) সকালে এ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. হোসেন আহম্মদ বাংলানিউজকে বলেন, শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে বহির্বিভাগের উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে।
যেহেতু এটি একটি আইসোলেশন ইউনিট। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া যাবে। তবে অস্থায়ী হাসপাতাল হওয়ায় গুরুতর রোগীদের ভেন্টিলেটর কিংবা আইসিইউ সুবিধা দেওয়া অসম্ভব। কিন্তু রোগীদের জন্য অক্সিজেন সুবিধা দেওয়ার ব্যবস্থা রেখেছি।
পতেঙ্গা হালিশহর এলাকায় প্রায় ৭ লাখ মানুষের বসবাস। অথচ এত বড় জনগোষ্ঠীর চিকিৎসায় নেই কোনো হাসপাতাল।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এমএম/টিসি