বুধবার (১৭ জুন) সকাল সোয়া আটটার দিকে ক্রেনটি হঠাৎ করে জেটিতে থাকা একটি লরিতে (কনটেইনারবাহী লম্বা গাড়ি) থাকা কনটেইনারের ওপর পড়ে।
বন্দর সূত্রে জানা গেছে, হংকংয়ের পতাকাবাহী ১৬৯ দশমিক ৯৯ মিটার লম্বা, সাড়ে ৯ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটি সিঙ্গাপুর থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম এসেছিলো ৯ জুন।
বন্দরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, বন্দরের নৌ প্রকৌশল বিভাগ, জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল বাংলাদেশ লিমিটেড, জাহাজের পাইলট, প্রকৌশলী ও বার্থ অপারেটরের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১৭ ২০২০
এআর/টিসি