পতেঙ্গা করোনা হাসপাতালে সামিট গ্রুপের অ্যাম্বুলেন্স প্রদান
চট্টগ্রাম: বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতালে রোগীদের আনা-নেওয়ার জন্য সামিট গ্রুপের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) হাসপাতালটির উদ্যো্ক্তা ডা. হোসেন আহমেদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে সামিট গ্রুপ। এছাড়া হাসপাতালের জন্য পিপিই দেওয়া হয়েছে।
ডা. হোসেন বলেন, অ্যাম্বুলেন্সটি তিনমাসের জন্য সামিট গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয়। হাসপাতালটি করার পর অনেকে বিভিন্নভাবে সাহায্য করছেন।
৫০ শয্যা হাসপাতালটি চালু হওয়ার পর ইতিমধ্যে রোগী ভর্তি হওয়া শুরু হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০২০
জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।