শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট থেকে নাজির হাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়।
তিনি বলেন, হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৬টি অভিযান পরিচালনা করেছে। এইসব অভিযান প্রায় ১ লাখ মিটারের বেশি জাল জব্দ করে হয়েছে।
মা মাছ ও ডলফিন রক্ষার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমআর/টিসি