চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, এমাজউদ্দীন আহমেদ ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।
আমীর খসরু বলেন, তার প্রয়াণে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।