ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় হোম লোনে ডিবিএইচ’র ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
মেলায় হোম লোনে ডিবিএইচ’র ছাড় মেলায় হোম লোনে ডিবিএইচ’র ছাড়

আবাসন মেলায় ডেভেলপার কোম্পানির পাশাপাশি অংশ নিয়েছে হোম লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে লোনের ওপর ইন্টারেস্টে ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

ঢাকা: আবাসন মেলায় ডেভেলপার কোম্পানির পাশাপাশি অংশ নিয়েছে হোম লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে লোনের ওপর ইন্টারেস্টে ছাড় পাচ্ছেন গ্রাহকরা।


 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মেলায় এমনই একটি প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফিন্যান্স করপোরেশন লিমিটেড।
 
ডিবিএইচ’র সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং অফিসার রেজওয়ান মাহমুদ জানান, সাধারণত হোম লোনে সাড়ে নয় শতাংশ ইন্টারেস্ট থাকলেও মেলা উপলক্ষে গ্রাহকরা লোনের জন্য ছাড়ে পাবেন সাড়ে আট শতাংশ।
 
এছাড়া অন্য সময় প্রসেসিং ফি’র ওপর এক শতাংশ ইন্টারেস্ট থাকলেও মেলায় কমিয়ে অর্ধেক করা হয়েছে।
 
প্রোপার্টি ভ্যালুর ওপর ৭০ শতাংশ পর্যন্ত লোন দেওয়া হয় জানিয়ে রেজওয়ান বলেন, সর্বোচ্চ ২০ বছরের মধ্যে গ্রাহকরা লোন পরিশোধ করতে পারবেন। মেয়াদের আগে আংশিক বা সম্পূর্ণ লোন পরিশোধেরও সুবিধা রয়েছে।
 
হোম এক্সটেনশন লোন, হোম ইমপ্রুভমেন্ট লোন, হাউজিং প্লট লোন, হোম কন্সট্রাকশন লোন, হোম ওনার্স লোন বা অ্যাপার্টমেন্ট লোন দিচ্ছে ডিবিএইচ।
 
প্রক্রিয়া শেষে দুই সপ্তাহের মধ্যে লোন পাওয়ার সুবিধা রয়েছে বলে জানায় ডিবিএইচ।
 
২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী মেলায় হাউজিং লোন কোম্পানি ছাড়াও গৃহ নির্মাণ প্রতিষ্ঠানগুলোও অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ ও ১০০ টাকার টিকিট কেটে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারছেন। আর টিকিটের ওপর রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।