ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চা থেকে স্যানিটারি পণ্য, সবই আছে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
চা থেকে স্যানিটারি পণ্য, সবই আছে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে ইন্দো বাংলা ট্রেড ফেয়ারে স্যানিটারি পণ্যের স্টল; ছবি- দীপু

ঢাকা: চলছে ৪র্থ ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। চা থেকে স্যানিটারি পণ্য সবই পাওয়া যাচ্ছে ইন্দো বাংলা ট্রেড ফেয়ারে।  মেলায় দার্জিলিং চা যেমন পাওয়া যাচ্ছে তেমনি অভিজাত টয়লেট সাজানোর নানা পণ্য দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। আছে সকল প্রকার খাদ্য সামগ্রীও। একদিকে যেমন পাওয়া যাচ্ছে চা, পানি, নুডুলস, আটা অন্যদিকে পাওয়া যাচ্ছে পশু খাদ্যও। 

এসিআই এর পশু খাদ্যের মধ্যে রয়েছে মুরগির খাদ্য, গরুর খাদ্য, পাখির খাদ্যসহ অরো নানা পণ্য। এসিআই এর পশু খাদ্যের স্টলের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মেলায় মূলত ভারতের উদ্যোক্তাদের সামনে আমরা আমাদের উন্নত মানের পশু খাদ্য তুলে ধরছি।

এখানে আমরা খুচরা বিক্রি করছি না। কেউ অর্ডার দিতে চাইলে তা রাখছি পরে তাদের কাছে পৌঁছে দেয়া হবে।  

অন্যদিকে নারীদের নজর রয়েছে সুন্দর অ্যালুমিনিয়ামের জারে রাখা দার্জিলিং চায়ের ওপর। ইংলিশ ব্রেকফাস্ট, মাসালা টি, আর্লি গ্রে ফ্লেভারের চা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রিমিয়ার দার্জিলিং চা এর স্টলের কর্মকর্তারা।  

স্টলটির কর্মকর্তা মাকসুদা আক্তার বাংলানিউজকে বলেন, আসল দার্জিলিং চা সরাসরি দার্জিলিং এর কোম্পানির কাছ থেকে বাংলাদেশের ক্রেতারা পান না। আমাদের কোম্পানির মাধ্যমে এই চা পাওয়া যাচ্ছে।  

শুধু তাই নয় দর্শনার্থীরা দেখতে পাবেন সুলভ মূল্যের সব গাড়ির স্টল। এর মধ্যে রানার ও ভারতীয় বেশ কিছু কোম্পানি নিয়েছে এসেছে নানা আকৃতির গাড়ি। এসব গাড়ির মূল্য ৫ লাখ টাকা থেকে শুরু হয়ে ১৫ লাখ টাকা পর্যন্ত রয়েছে।
ইন্দো বাংলা ট্রেড ফেয়ারে দার্জিলিং চায়ের স্টল; ছবি- দীপু তাছাড়া ভারতীয় নানা কোম্পানির খাদ্যপণ্য নিয়ে এসেছে বিভিন্ন খাদ্যের স্টল। এর মধ্যে রয়েছে ইন্সট্যান্ট পাসতা, নুডুলস, চা, ওয়েফার সহ আরো অনেক কিছু।  রয়েছে বাংলাদেশের অলিম্পিক, ইফাদের মতো কোম্পানির খাদ্য সামগ্রী।  

অন্য দিকে এশিয়ান পেইন্টের স্টলে গেলেই মিলছে ছবি তোলার সুযোগ। কোনো দর্শনার্থী এশিয়ান পেইন্টের স্টলে প্রবেশ করলেই স্টলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত কর্নারে তুলছেন ছবি।  

মেলায় আরো রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার স্টল। স্টলটিতে রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নানা সার্ভিসের বর্ণনা।

আরো রয়েছে এনার্জিপ্যাকের মতো কোম্পানির স্টল। যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন কোম্পানির থেকে প্রদত্ত সেবা সামগ্রীর বণর্না।
১৬ ফেব্রুয়ারি পর্দা উঠছে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারের। দুই দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছে মেলায়। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত সাতটা পর্যন্ত চলবে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার।

*চলছে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।