ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে মেলায় ৪১ কোটি টাকা কর আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সিলেটে মেলায় ৪১ কোটি টাকা কর আদায়

সিলেট: সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে ৪১ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৫৮৪ টাকার কর আদায় হয়েছে।

এরমধ্যে মঙ্গলবার (০৭ নভেম্বর) শেষ দিনেই আদায় হয়েছে ১২ কোটি ১৮ লাখ ২১ হাজার ৪৫ টাকা। এদিন সেবা গ্রহণ করেছেন তিন হাজার ৬৮০ জন, নতুন ই-টিআইএন আছেন এমন ১১২ জন এবং রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৩৪৫ জন।

পুরো মেলায় সেবা নিয়েছেন ৩১ হাজার ২৩৪ জন, নতুন ৬০৯ করদাতাকে ই-টিআইএন দেওয়া হয়েছে, রিটার্ন দাখিল করেছেন ৮ হাজার ৫৯৯ জন।

এর আগে দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা ৩৫ জনকে এবং চারটি কর বাহাদুর পরিবারকে সম্মাননা ও সনদ দিয়েছে সিলেট কর অঞ্চল।  

এরমধ্যে সিলেট সিটি করপোরেশন ও চার জেলায় সর্বোচ্চ করদাতা ১৫ জন, দীর্ঘ মেয়াদী ১০, সর্বোচ্চ নারী করদাতা পাঁচ এবং তরুণ পুরুষ করদাতা পাঁচজন ছাড়াও চার জেলার চার কর বাহাদুর পরিবার রয়েছে।

সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ’র সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. তোহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজর সভাপতি খন্দকার শিপার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন কর বাহাদুর পরিবারের পক্ষে ফয়েজ হাসান ফেরদৌস, সেরা করদাতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, নারী ক্যাটাগরিতে সেরা করদাতা মারুফা আনোয়ারের পক্ষে তার স্বামী ড. কবির আহমদ চৌধুরী।

কর অঞ্চল সিলেটের যাবতীয় কার্যক্রম ও কর বিষয়ক নির্দেশনা বিষয়ক হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা।  

কর বাহাদুর পরিবার সম্মাননা পান সিলেটে ফয়েজ ফেরদৌস ও তার পরিবার, মৌলভীবাজোরে মো. মতলিব খান ও তার পরিবার, হবিগঞ্জে সুখলাল ধর ও সুনামগঞ্জে মো. আজিজুর রহমান এবং তার পরিবার।  

সিটি করপোরেশন এলাকায় সেরা করদাতার পুরস্কার পান মহাজনপট্টির ব্যবসায়ী ফরিদ বক্স, তাঁতীপাড়ার নাসিম হোসাইন ও মেট্টোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় দীর্ঘমেয়াদী করদাতা সম্মাননা ও সনদ পান মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ। সর্বোচ্চ (নারী) ক্যাটাগরিতে আনোয়ারা মারুফ, সর্বোচ্চ তরুণ করদাতা আলী আহমদ চৌধুরী।

সিলেট জেলায় সেরা করদাতা সম্মাননা পান আব্দুর রহমান (সাহাব উদ্দিন), ডি.এম ফয়ছল ও হাজি মনির আহমদ। সর্বোচ্চ (নারী) করদাতা ক্যাটাগরিতে মমতাজ আরা খানম আলী, তরুণ ক্যটাগরিতে আব্দুর রহমান।  

মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে ফজলুর রহমান, আবু সুলতান ও ইসবাহুল বার চৌধুরী। দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে এএম সালাম ও বদরুল আলম, সর্বোচ্চ নারী ক্যাটাগরিতে শামীমা আরা তারেক। তরুণ ক্যাটাগরিতে মো. জহিরুল হক।  

হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মো. শফিকুল ইসলাম, মিজানুর রহমান শামীম, মো. গোলাম ফারুক। সর্বোচ্চ (নারী) করদাতা ক্যাটাগরিতে ডা. নাজমা আরা বেগম, সর্বোচ্চ তরুণ করদাতা ক্যাটাগরিতে রাজীব কুমার দাস।

সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ করতদাতা ক্যাটাগরিতে মো. মুহিবুর রহমান, মো. এমাদ উদ্দিন, কাজি মো. নাসিম উদ্দিন, দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে বেগম হোসনে আরা চৌধুরী ও মো. রইছ আলী, সর্বোচ্চ (নারী) ক্যাটাগরিতে দিলশাদ বেগম চৌধুরী এবং সর্বোচ্চ তরুণ পুরুষ করদাতা হিসেবে মো. জিয়াউল হক সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।

গত ১ নভেম্বর ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মেলায় ২৪টি স্টলে সেবা দেওয়া হয়। নগরী ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে চারদিন করে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুইদিন এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, সুনামগঞ্জের ছাতকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ কর মেলা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।