ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে রোহিঙ্গাদের পেছনে ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, এপ্রিল ১৭, ২০১৮
বাজেটে রোহিঙ্গাদের পেছনে ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব জাতীয় বাজেট (২০১৮-১৯) উপলক্ষে সিপিডি আলোচনা সভা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পেছনে আগামী ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে সরকারের এক বিলিয়ন ডলার ব্যয় (৮ হাজার ২শ কোটি টাকা) ধরার প্রস্তাব দিয়েছে সিডিপি।

একইসঙ্গে বাজেট ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা জানান।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমআইএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।