ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোরবানির পশুর দাম নাগালের মধ্যেই থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
কোরবানির পশুর দাম নাগালের মধ্যেই থাকবে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শন করছেন সাঈদ খোকন-ছবি-বাংলানিউজ

ঢাকা: আর মাত্র পাঁচদিন পরেই ঈদুল আজহা। প্রতিবছরই ঈদের আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে অস্থায়ী গবাদি পশুর হাট বসে। এবারও রাজধানীতে প্রায় ২১টি স্থানে হাট বসানোর কথা রয়েছে। যদিও এখনও সবগুলো হাটের ইজারা সম্পন্ন হয়নি। তারপরেও পশু আসা শুরু করেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)  মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোরবানি পশুর হাটের সার্বিক প্রস্তুতি রয়েছে। এবার দেশি গরুর যথেষ্ট সরবরাহ রয়েছে।

তাই কোরবানি পশু বিশেষ করে গরু, খাসির দাম জনগণের নাগালের মধ্যেই থাকবে।
 
ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার,  ডিএনসিসি'র আঞ্চলিক (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
 
মেয়র বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে এবার যথেষ্ট সংখ্যক পশু সরবরাহ রয়েছে। বিশেষ করে দেশি গরু ও ছাগলের সরবরাহ যথেষ্ট। কাজেই কোরবানি পশুর দর জনগণের নাগালের মধ্যেই থাকবে। এবার কোরবানি পশুর কোনো সংকটের আশঙ্কা দেখছি না।  

মানুষ কম দামেই কোরবানি পশু কিনতে পারবে বলে প্রত্যাশা মেয়রের।
 
ডিএসসিসি’র ১৩টি অস্থায়ী হাটের মধ্যে এখনও ছয়টির ইজারা হয়নি। এ প্রসঙ্গে মেয়র বলেন, আমরা কাঙ্খিত ইজারা মূল্য না পাওয়ায় এবছর এখনও ছয়টি হাটের ইজারা দিতে পারিনি। তবে রাজস্ব আদায়ের সুবিধার্থে যেসব হাটের ইজারা হয়নি সেগুলোর স্পট টেন্ডারের ব্যবস্থা করি। এবারও তাই করবো। তাতে রাজস্ব কম হবে না বরং বাড়বে। আর ইজারার বাইরে কোনো হাট বসলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন।  
 
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।