ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি সিআইপিদের রেমিটেন্স বৃদ্ধির আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনআরবি সিআইপিদের রেমিটেন্স বৃদ্ধির আহ্বান এনআরবি সিআইপিদের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঢাকা: নন রেসিডেন্স বাংলাদেশি (এনআরবি) সিআইপিদের (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) প্রতি রেমিটেন্স বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (২৮ জানুয়ারি) ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এনআরবি সিআইপিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যারা অনেক কষ্ট করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তাদের কল্যাণে ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর।  

ইমরান আহমদ বলেন, প্রবাসীরাই বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষায় কাজ করছেন। তাই দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না। বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।  

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান, সহ-সভাপতি এম এ রহিম, তাতাইমা কবীর, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ খান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।