ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউজিসি চেয়ারম্যানকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
ইউজিসি চেয়ারম্যানকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান বিডিইউ উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর।

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ইউজিসি চেয়ারম্যানকে এ ফুলেল শুভেচ্ছা জানান তিনি।  

একই দিন বিডিইউ উপাচাপর্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ইউজিসির নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং পুনরায় নিযোগ পাওয়া সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগমকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।