ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিঙ্গাপুর নেওয়া হলো রফিকুল ইসলাম মিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
সিঙ্গাপুর নেওয়া হলো রফিকুল ইসলাম মিয়াকে রফিকুল ইসলাম মিয়া (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির। দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আবির জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের  অধীনে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া রয়েছেন।

পরিবারের সদস্যরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আবির।
 
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএইচ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।