শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির। দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবির জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া রয়েছেন।
পরিবারের সদস্যরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আবির।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএইচ/ওএইচ