ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মির্জাপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
মির্জাপুরে ফোটন ডিলার শো-রুম উদ্বোধন শো-রুম উদ্বোধন করছেন এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলিসহ অন্যরা।

ঢাকা: দেশ মটরস, এসিআই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে দিনাজপুরের মির্জাপুরে তার যাত্রা শুরু করলো।

মির্জাপুর বাস টার্মিনালে অবস্থিত ফোটনের এ শো-রুমে সেলস, সার্ভিস ও যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।

ফোটনের ১ থেকে ৩ দশমিক ৫ টনের পিকআপভ্যানসহ অন্যান্য সব ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলি, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, ফোটন মটরসের ই ভি পি ডেভিড লিমিটেড, বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জুলফিকার রাহমান, মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিলার মহসিন আলি, এসিআই মটরসের অন্যান্য কর্মকর্তারা এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সব ধরনের বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মটরস এ বছর গাড়ির বিক্রি শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।