ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যমুনা রেলসেতু নির্মাণে জাপানের সহায়তার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
যমুনা রেলসেতু নির্মাণে জাপানের সহায়তার আহ্বান জাপানের পররাষ্ট্রমন্ত্রীর তোশিকো আবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: যমুনা নদীর ওপর নতুন একটি রেলসেতু নির্মাণে জাপানের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

বুধবার (৪ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, চতুর্থ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়ে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবের সঙ্গে সাইড লাইন বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি যমুনা নদীর উপর রেলসেতু নির্মাণে জাপানের সহায়তা চান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ সেতু নির্মাণে সহায়তার আশ্বাস দেন।  

বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সঙ্কটে পাশে থাকার জন্য দেশটির সহযোগিতা প্রত্যাশা করেন শাহরিয়ার আলম। এ সময় রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে ও ভাসানচরে পাঠাতে জাপানের সমর্থন চান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯ 
টিআর/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।