ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক বিকেলে

ঢাকা: স্টেকহোল্ডারদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক  বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায়  আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএসইসি ছাড়াও স্টেকহোল্ডারদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারাও উপস্থিত থাকবেন।

বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের সংশোধনী ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে আইনটির সংশোধনীর বিষয়ে স্টেকহোল্ডাররা তাদের প্রস্তাবনা বিএসইসিতে জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।