ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ শুরু ২৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ শুরু ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন

ঢাকা: রাজধানীতে তিন দিনব্যাপী অষ্টম ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শুরু হচ্ছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ফেয়ার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।

মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

গত ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার রেডিসন ব্লু  হোটেলে এ মেলার প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. আবদুস সামাদ এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমসটেক সচিবালয়ের প্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন আটাব, টোয়াব ও ট্রিয়াবের সভাপতিরা।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মাহাবুব আলী মেলা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহিবুল হক ও বিমসটেক সচিবালয়ের মহাসচিব এম শহিদুল ইসলাম।

মেলার আয়োজক কমিটির সভাপতি মহিউদ্দিন হেলাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মেলায় ১৩০ স্টলে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।