মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশে (আইইবি) এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
এরও আগে চলতি বছরের ১২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯তম সভায় রিং সাইনের আইপিও অনুমোদন দেওয়া হয়।
রিং সাইন টেক্সটাইল শেয়ারবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা, এবং পুনর্মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৭ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএমএকে/এইচজে