ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ৩ দিনব্যাপী ওয়াটার এক্সপোর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
আইসিসিবিতে ৩ দিনব্যাপী ওয়াটার এক্সপোর উদ্বোধন আইসিসিবিতে ওয়াটার এক্সপোর উদ্বোধন।

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাংলাদেশ ওয়াটার এক্সপো।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় পুষ্পগুচ্ছ হলে এই মেলার উদ্বোধন হয়।

মেলায় বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে।

মেলায় বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ সম্পর্কিত যেকোনো পণ্য কিনতে আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে চলে যেতে পারেন দর্শনার্থীরা।

মেলা চলবে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।