ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় গৃহিণীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় গৃহিণীরা পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় গৃহিনীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে সিলেট নগরে মানববন্ধন করেছেন গৃহিণীরা।  

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ  মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া নগরের বিভিন্ন এলাকার গৃহিণীদের হাতে পোস্টারে লেখা ছিল ‘১০ দিন পেঁয়াজ খাবো না, পেঁয়াজ কিনবো না’ ‘পেঁয়াজ ছাড়া রান্না হয়’ পেঁয়াজ ছাড়া রান্না করুন’।


 
রান্নায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ। গৃহিণীদের রান্নায় স্বাদযোগায় এ পণ্যটি। পেঁয়াজ কাটতে গিয়ে যেমন গৃহিণীরা ফেলেন চোখের জল, তেমনি বাজার থেকে কিনতে গিয়ে হতাশ হন গৃহকর্তারা। ধারাবাহিকভাবে পেঁয়াজের দাম বাড়ার কারণে প্রতিটি পরিবারে কমে এসেছে পেঁয়াজের ব্যবহার। বাজারের তালিকায় থাকা এ মসলা জাতীয় পণ্য পেঁয়াজ বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেট নগরের বিভিন্ন এলাকার গৃহিনীরা।

অর্ধশত নারীর অংশগ্রহণে ব্যতিক্রম এ মানববন্ধন সাধারণ মানুষেরও নজর কাড়ে।
 
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।