ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ‘আর্ট’র ১৩ তম শো-রুম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ফেনীতে ‘আর্ট’র ১৩ তম শো-রুম 

ফেনী: ফ্যাশন আউটলেট ‘আর্ট’ সবসময় চেষ্টা করে গ্রাহকদের জন্য নিত্যনতুন সেবা দিতে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনীর প্রাণকেন্দ্র শহীদ শহীদুল্লা কায়সার সড়কে যাত্রা করলো ‘আর্ট’র ১৩ তম শাখা। 

ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্ট ফ্যাশনের চেয়ারম্যান মামুন চৌধুরী, জিএম মীর আসহাবুল ইয়ামীন, হেড অফিস মিডিয়া সৈকত ইসলাম, লী পার্লার জেন্টস সেন্টারের সত্ত্বাধিকারী মো. হাসান রেজা ও খালেদা সুলতানা, আল কেমী হাসপাতালের এমডি আবদুল মান্নান, প্রেসিডেন্সি স্কুলের অধ্যক্ষ মো. আবু হানিফ।

সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য সব পণ্যে ২০ শতাংশ ছাড় চলবে।

ফ্যাশন ‘আর্ট’র এসব আউটলেটে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে ফুল হাতা শার্ট, ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।