বুধবার (৫ ফেব্রুয়ারি) এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নরসিংদীর শিবপুর উপজেলার হাটখোলা ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দু’টি উপশাখার উদ্বোধন করা হয়েছে।
এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা।
এছাড়া এসব সেবা এক সঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। গ্রাহকরা সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরআইএস/