করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সরকার গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেওয়ার উদ্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত মঙ্গলবার (০৫ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের চলমান কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে আগামী ১৬ মে’র মধ্যে কন্টেইনারসমূহ খালাস করা না হলে দণ্ডভাড়া আদায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমআইএইচ/টিএ