ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ২২, ২০২০
রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান-জরিমানা

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা করোনা পরিস্থিতিতে দেশের ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য কেনাবেচার অনুরোধ জানান।  

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।